বর্তমানে Online Job এর ৫টি সুবিধা জেনে নিন

বর্তমানে Online job চাহিদা ব্যপক ভাবে বেড়েছে। করোণা পরিস্থিতির কারণে এখন সকল কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সরকারী এবং বেসরকারি এসকল অফিস গুলোতে ভারচুয়্যাল পদ্ধতিতে কাজ করা হচ্ছে।

আমি আমি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে অনলাইনে কাজ করার সুবিধা সম্পর্কে জানোর চেষ্টা করবো। আমরা অনেকেই অনলাইনের কাজ সম্পর্কে কম বেশি জানি বা ধারণা রয়েছে।

 

Online Job
আমরা এখন তেমনই পৃথিবীতে বসবাস করছি যেখানে প্রযুক্তি আমাদের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন মানুষ অনলাইনে ইনকাম করছে যাকে বলা হয় অনলাইন জব। অনলাইনে জব করার অনেক উপকারিতা রয়েছে।

 

নিচে অনলাইনের মাধ্যমে কাজ করার কয়েকটি সুবিধা দেওয়া হলো-

 

১. ঘরে বসে কাজ করা যায়

বর্তমানে ঘরে বসে কাজ করার উন্নতম মাধ্যম হলো Online Job। করোনা ভাইরাসের কারণে ঘরে বসে কাজ করাটা আপনার জন্য অনেক সুবিধার। কারণ ভাইরাস থেকে বাঁচার প্রবণতা বেশি থাকে।

আরো পড়ুন >> ঘরে বসে 10 টি সেরা অনলাইন জব করুন

এছাড়াও Online Job করলে আপনি ইচ্ছা স্বাধিন চলাফেরা সহ পরর্টাম কাজও করতে পারবেন। কোথা ঘুরতে গেলেও আপনি আপনার অফিসের কাজ বা অনলাইনে যে কাজ করেন সেটি খুব সহজেই করতে পারবেন।

 

Online Job
বন্ধুরা আপনারা যদি কোনো বিশেষ কাজে নিপুন বা কোনো বিশেষ বিষয়ে আপনার ভালো দক্ষতা (skills) ও জ্ঞান রয়েছে, তাহলে অবশই আপনারা fiverr ওয়েবসাইটে কাজ করে টাকা আয় করতে পারবেন। আসলে fiverr হলো একটি সেরা freelancing ওয়েবসাইট বা মার্কেটপ্লেস। এখানে, প্রচুর লোকেরা নিজের প্রয়োজন হিসেবে কাজ করানোর জন্য লোকেদের খুজেঁ।

 

২. পরিবারকে সময় দেওয়া যায়

যারা অনলাইনে কাজ করে কেবল তারাই এই সুবিধাটি পেয়ে থাকে। কিন্তু যারা অফলাইনে কাজ তারা পরিবারকে সময় দিতে পারে না। যেহেতু অনলাইনে কাজ ঘরে বসেই করতে হয় সেহেতু পরিবারের সাথেই সবসময় থাকার সম্ভবনা বেশি থাকে।

আবার অনেকেই ঘরের কাজ বাইরে কোনো অফিস বানিয়ে করে থাকে। Online Job করলে আপনি যেকোনো স্থানে ঘরতেও যেতে পারবেন। ধরুন আপনার কোনো পরিচিত বন্ধুর বিয়েতে আপনাকে নেমন্ত্রন করেছে। অনলােইনে জব করলে আপনি সেখানে কোনো ঝামেলা ছাড়ায় জেনে পারবেন। তাই অনলাইনে জব করার এই সুবিধাটি অনেক কার্যকরী।

 

Online Job
ব্যস্ততার তাগিদে আমরা সবাই যেন চলমান এক যান। কাজে-কর্মে, হাট-বাজারে চাকরিতে বা জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য ছুটে চলি দুরন্ত গতিতে। ছুটতে ছুটতে, চলতে চলতে ভুলে যাই আমাদের চারপাশের মানুষকে, ভুলে যাই নিজ পরিবারকে। আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা। আমি তো পরিবারের সঙ্গেই আছি। ওদের জন্যই তো সব করছি। হঁ্যা, আপনি পরিবারের সঙ্গেই আছেন, ওদের জন্যই এত কষ্ট করছেন- কথাটি ঠিক। কিন্তু, আপনি জানেন না সঙ্গে থাকা মানেই কাছাকাছি থাকা নয়। সব কাজ করছেন ঠিকই কিন্তু আসল কাজ করছেন না।

 

৩. ঝামেলা মুক্ত কাজ করা যায়

Online Job অন্য সকল কাজের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কাজ করলে কোনো ঝামেলা হয়না। ধরুণ গত কয়েকদিন ধরে আপনি অনেক অসুস্থ সেক্ষেত্রে আপনি কিছু দিন কাজ বন্ধ রেখে পরবর্তীতে কাজ শুরু করতে পারবেন কোনো ঝামেলা ছাড়ায়।

এছাড়াও অনলাইনে সবসময় কাজ করার প্রয়োজন হয় না। দিনেক মাত্র কয়েক ঘন্টা কাজ করলেই যথেষ্ট। আর এজন্যই বেশির ভাগ মানুষ অনলাইনে কাজের জন্য এতো আগ্রহী।

Online Job বা অনলাইন জব করাকে অনেকেই পছন্দ করে কারণ এখানে আপনি আপনার নিজের মত করে কাজ করতে পারবেন। তবে হ্যা চাকরি করার আরেকটা সুবিধা হলে আপনি নিয়মশৃঙ্খলা শিখতে পারবেন। আর যেটা আপনার বাস্তব জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন >> ১৩+ পার্ট-টাইম অনলাইন জব যেগুলো সহজেই করা যাবে

যদিও Online Job বা অনলাইন জব অনেকেই নিয়মশৃঙ্খলা মেনে চলেই করে থাকে তারপরেও চাকরির মত সুবিধা বা ভালো নিয়ম শেখা যায় না এখানে। তাই আপনি যদি এই সেক্টরে ভালো করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবো প্রথম দিকে বা শুরুর দিকে এখানে কাজ করার বা চাকরি করার। তাহলে খুব দ্রুত ভালো করতে পারবেন।

 

৪. কাজে ভুল হওয়া সম্ভাবনা থাকে না

অফলাইনে কাজে আমাদের ভুল হওয়ার সম্ভবনা বেশি থাকে। কিন্তু অনলাইনের কাজে কোনো ভুল হওয়ার সম্ভবনা থাকে না। যদিও ভুল হয় সেটা পুনরাই ঠিক করা যায়।

আমাদের কোনো কাজে ভুল হলে অনেক সময় লোকশান হয়ে যায়। যারা এই সমস্যাই ভুগছেন তাদের জন্য অনলাইনে কাজ করাটাই ভালো বলে আমি মনে করি।

Online Job বা অনলাইন জব করার জন্য আপনাকে অনেকেই পার্ট টাইম ভাবে প্রথমে হায়ার করবে। আর এখানে ভুল হলে আপনাকে শিখিয়ে দেবে। তাছাড়াও আপনি অনলাইনে বা ইউটিউবে যথেষ্ট রিসোর্চ পাবেন এটা নিয়ে।

আরো পড়ুন >> শিক্ষাক্ষেত্রে চাকরি করার ৫টি সুবিধা জানুন

 

৫. লেনদেন এর ঝামেলা কম

আমাদের দেশে যারা অফলাইনেক কাজ করে তারা কেউই সঠিক সময় তাদের বেতনের টাকা পায় না। স্বধারণত তাদের বেতনের টাকা বেতে মাসের অর্ধে সময় লেগে যায়।

কিন্তু Online Job এর ক্ষেত্রে এমন সমস্যা হয় না । এই খানে আপনি সাথে সাথে টাকা পেয়ে যাবেন। যদিও একটু অসচেতন হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটি একন্তই আপনার নিজের উপর নির্ভর করে।

আরো পড়ুন >> প্রাইভেট কম্পানি তে চাকরির ৫টি অসুবিধা

Online Job বা অনলাইন জব করার জন্য আপনাকে শুরুতেই ব্যাংক একাউন্টসহ আরও কিছু জিনিস রাখতে হবে যেগুলোর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। আর এই বিষয়গুলোর কারণে আপনি অনেক সহজেই লেনদেন করতে পারবেন। এখানে কোন ধরনের ঝামেলা আপনাকে সহ্য করতে হবে না আশা করি।

 

উপসংহার ও পরামর্শ

যুগের সাথে তাল মিলিয়ে আপনি যদি অনলাইন ভিত্তিক হতে চান তাহলে অবশ্যই অনলাইন জব করতে পারেন। অনলাইন জবের মধ্যে যেমন সুবিধা আছে অন্য সকল ক্ষেত্রে আপনি তেমন সুবিধা পাবেন না।

আশা করি আপনি অনলাই জবের সুবিধার গুরুত্ব বুঝতে পেরেছেন। প্রতিবেদনটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর চাকরি বিভিন্ন তথ্য এবং খবর পেতে হলে আমাদের এই ওয়েব সাইটের সাথেই সবসময় থাকবেন। ধন্যবাদ

১ম প্রকাশ = ২৪ ই নভেম্বর ২০২১ সাল

২য় প্রকাশ = ১১ ই জানুয়ারী ২০২২ সাল

Source    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *