Online Job করার ৫টি মাধ্যম জানুন

Online Job বর্তমানে ব্যপক হরে বেড়ে গেছে। করোনায় সকল মানুশের ভারচুয়্যাল পদ্ধতিতে কাজ করা আগ্রহ দেখা গেছে। আর এজন্যই সকলেই অনলাইন জবকে খুজে নিয়েছে।

 

Online Job
তথ্যপ্রযুক্তির সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস এর মাধ্যমে দেশ-বিদেশের কোম্পানি বা কোন ব্যক্তির কাজ করার মাধ্যমে অনলাইনে আয় করার প্রক্রিয়াকে বলা হয় অনলাইন জব। বর্তমানে বিভিন্ন ধরনের অনলাইন প্লাটফর্ম গড়ে উঠেছে।। আমরা বিভিন্ন অফিসে যেমন জব করি তেমনি অনলাইন বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতে পারি। আমরা অনেক বেশিই প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় অনলাইনে বিভিন্ন ধরনের জব এর দ্বার উন্মুক্ত হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। অনলাইন জব এর সবচেয়ে বড় সুবিধা হল, ঘরে বসে নিজের ইচ্ছামত সময় জব করা যায়। নেই কোনো ধরাবাধা নিয়ম। এজন্য অনেকেই চাকরি ছেড়ে অনলাইন জবের দিকে ধাবিত হচ্ছে।

 

আজকের এই প্রতিবেদনে আপনি অনলাইনে মাধ্যমে আয় করার কয়েকটি মাধ্যম সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

 

Online Job করার ৫টি মাধ্যম জানুন

১. অনলাইন জব ফ্রিল্যন্সিং

২. কন্টেন্ট রাইটিং জব

৩. গ্রাফিক্স ডিজাইন জব

৪. অনলাইন ব্লগিং জব

৫. এসইও এক্সপার্ট জব

 

উপরের এই ৫টি মাধ্যম ছাড়াও আরো অনেক মাধ্যম রয়েছে Online Job করার। নিচে এই কয়েকটি মাধ্যম সম্পর্কে  বিস্তারিত আলোচনা করা হলো-

 

১. অনলাইন জব ফ্রিল্যন্সিং

বর্তমানে Online Job করার জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং করে টাকা আয় করা। ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত ভাবে কাজ করা। অর্থাৎ ফ্রিল্যান্সিং এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি মুক্তভাবে কাজ করতে পারবেন।

আপনি নিজের ঘরে অধবা যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন। এছাড়াও এখানে কাজ করার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। এখন প্রশ্ন হলো ফ্রিল্যান্সি কাজ কোন গুলো। নিচে কয়েকটি ফ্রিল্যান্সিং কাজ এর তালিকা দেওয়া হলো-

(ক) ওয়েব ডেভেলপমেন্ট

(খ) সর্চ ইঞ্জিন অপটিমাইজেশন

(গ) কন্টেন্ট রাইটিং

 

Online Job
ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।

 

২. কন্টেন্ট রাইটিং জব

বর্তমানে একজন কন্টেন্ট রাইটারের অনেক দাম। আপনি যদি এই কাজে এক্সপার্ট হতে পারেন তাহলে প্রতিমাসে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। এমন এই জব করে আপনি আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন।

স্বাধারণত কোনো ব্লাগিং সাইটের কপি রাইটিং কন্টেন্ট লেখার জন্য একজন ভালো দক্ষ কন্টেন্ট রাইটারের প্রয়োজন হয়। আর এজন্য আপনি যদি এই অনলাইন জবটি প্ররিপূর্ণ ভাভে শিখতে পারেন তাহলে অনেক উপকৃত হবে। কন্টেন্ট লিখার এই মাধ্যমেইআপনি অনেক টাকা আয় করতে পারবেন।

 

৩. গ্রাফিক্স ডিজাইন জব

বর্তমান সময়ে একজন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনারের অনেক দাম। যারা গ্রাফিক্স ডিজাইনারের কাজ করে থাকে তারা প্রতিমাসে ৫০ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা অথবা তারও বেশি আয় করতে পারে।

আর এভাবে আপনি যদি Online Job এর গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন তাহলে আপনি এমন টাকা আয় করতে পারবেন। পৃথিবীর উন্নতম মার্কেট প্লেস গুলোর মধ্যে এটি একটি উন্নতম মারকেট প্লেস।

 

৪. অনলাইন ব্লগিং জব

অনলাইনের একটি গুরুত্ব পূর্ণ জব হলো ব্লগিং করে টাকা আয় করা। এমন কোনো মানুষ নেই যে ব্লগিং সম্পর্কে জানে না। আপনি যদি একটি ভালো এবং জনপ্রিয় ব্লগিং সাইট তৈরি করতে পারেন তাহলে এই সাইট থেকে আপনি প্রতিমাসে অনেক টাকা আয় করতে পারবেন।

আর আপনি যদি ব্লগিং এর এই সেক্টরে ভালো ভাবে কাজ শিখতে পারেন তাহলে আপনার আর অন্য কোনো চাকরি বা জব করার প্রয়োজন হবে না। এখান থেকেই আপনি পরবর্তীতে টাকা আয় করতে পারবেন।

 

৫. এসইও এক্সপার্ট জব

 

এসইও এবং ব্লগিং এর কাজ প্রায় একই রকমের কিন্তু দুটির প্লাটফর্ম ভিন্ন। এছাড়াও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্লগিং সাইটে কাজ করা অনেক সহজ হয়। কিন্তু এসইও এখানে কাজ করা একটু কঠিন। এসইও তে এক্সপার্টরা ছাড়া কাজ করে শান্তি পাওয়া যায় না।

কিন্তু এই প্লাটফর্মে অনেক ভালো ভালো সুবিধা রয়েছে যা ব্লগিং জবের মধ্যে নেই। আপনি যদি এসইও তে ভালো এবং এক্সপার্ট হতে পারেন তাহলে এখানে আপনি একাটা নিজের অফিস দিতে পারবেন। তবে এই অফিসটি হবে Online Job এর মতো।

 

উপরের এই কয়েকটি উপায়ে আপনি Online Job করতে পারবেন খুব সহজেই। আরো অনেকে অনেক উপায় রয়েছে অনলাইনে কাজ করার। সময় হলে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

 

উপসংহার ও শেষ কথা

বর্তমানে আপনি উপরের এই কয়েকটি মাধ্যমে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারবেন। আমি এই মাধ্যম গুলোর সবগুলোতেই আপনাকে কাজ করার পরামর্শ দিচ্ছি না।

বরং আপনি উপরের যে কোনো একটি কাজরে উপর ভালো মতো দক্ষ হন। কারণ আপনি উপরের যেকোনো একটিতে যদি দক্ষ হতে পারেন তাহলে আপনার অনেক দাহিদা থাকবে। আর আপনি প্রতি মাসে অনেক টাকা আয় করতে পারবেন।

প্রতিবেদণ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ। আর নিয়োমিত চাকরির খবর পেতে হলে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন। কোনো প্রকার হেল্প লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *