NKR Blogging সম্পর্কে Free Best কিছু গাইডলাইন

NKR Blogging হলো অনলাইন ভিত্তিক একটি ব্লগিং প্লাটফরম। এখানে গেমিং, ব্লগিং, চাকরির প্রস্তুতি ও খবর, ভারচুয়্যাল চাকরিসহ আর অন্যন্যা বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

NKR Blogging
Free Best কিছু গাইডলাইন

গাইডলাইন গুলো জেনে নিন

আমাদের এই সাইটটি মূলত গেইম ও চাকরি নিয়ে। এখানে যদিও প্রথমের দিকে চাকরি নিয়ে বেশি তথ্য বা পোস্ট করা হয়েছে তবে আশা করি আগামীতে এটাতে গেইম নিযে বেশি তথ্য দেওয়াবে।

ভারচুয়্যাল চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিবেন এবং ভারচুয়্যাল চাকরি গুলো কোন কোন ক্ষেত্রে করা যায়। সেসব বিষয়গুলো এখানে আলোচনা করা হবে আশা কর।

সরকারি চাকরির খবর সহ প্রাইভেট কম্পানিতে চাকরির বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি গুলো এখানে দেওয়া থাকবে। তবে এটা নিউজের মত হবে না হয়তো। সপ্তাহিক পত্রিকার মত হবে।

সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে নিতে হয় এবং প্রাইভেট কম্পানিরতে চাকরির প্রস্তুতি কিভাবে নিতে হয় সেসব বিষয়গুলোও সামান্য হলেও জানানো হবে এখানে।

NKR Blogging আসলে অনলাইনে সহযোগীতা করার মত একটি ব্লগভিত্তিক ওয়েবসাইট। আসলে এখানে আমরা যারা কাজ করছি বা করবো তারা সবাই ই এই সব বিষয়ে অভিজ্ঞ।

 

সাপ্তাহিক সরকারি চাকরির পত্রিকা 

NKR Blogging আসলে অনলাইন ভিত্তিক গেইম ও চাকরির কিছু বিজ্ঞাপন দিয়ে থাকে। আপনি সরকারি চাকরির খবর গুলো যদি প্রতি সপ্তাহে এবং নিয়মিতই আপডেট পেতে চান তাহলে (বিডি জবস ইডু) নাম সাইটটিতে গিয়ে দেখতে পারেন।

আমি বোঝার জন্য লিংক দিয়ে দিয়েছি আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। উপরের সাইটটিতে আপনি নিয়মিত এবং যখনই কোন চাকরির আবেদন করার প্রসেস বা কোন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখনই তারা তাদের ওয়েবসাইটে তা প্রকাশ করবে।

এছাড়াও আপনি (সেরা জবস) সাইটটিতেও দেখতে পারেন। দুইটা সাইটই চাকরির সহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করে থাকে। আর প্রতি সপ্তাহের চাকরির বিজ্ঞাপনগুলো আপনি সেখানেই দেখতে পাবেন আশা করি।

NKR Blogging
সেরা জবস ওয়েবসাইটে কি নিয়মিত চাকরির খবর প্রকাশিত হয়ে থাকে ? এখানে কি সকল ধরনের সরকারি বা বেসরকারি চাকরির খবর দেওয়া হয়ে থাকে ? এসব প্রশ্নের উত্তর দেখার জন্য আপনি সাইটটিতে ভিজিট করতে পারেন।

উপরের চিত্রে আমি সাইটটির লগো দিযেছি যেন যে কেউ দেখলেই বিষয়টা সহজেই বুঝতে পারে। আশা করবো এখন থেকে সরকারি চাকরির বিষয়গুলো নিয়ে আর চিন্তিত হতে হবে না।

 

শেষ কথা

আসলে বর্তমানে অনেক ওয়েবসাইট ই বিভিন্ন ধরনের তথ্য বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ব্লগিং করে থাকে। আমরা যেমন,

(ক) কিভাবে চাকরি পাওয়া যায়। 

(খ) কিভাবে সরকারি চাকরির আবেদন করতে হয়। 

(গ) কিভাবে সরকারি চাকরি পাওয়া যায় সহজেই। 

(ঘ) সরকারি চাকরির জন্য কেমন পড়াশোনা করতে হয়। 

(ঙ) গেইম নিয়ে যত ধরনের তথ্য আছে সবগুলোই এখানে মোটামুটি ছোট পরিসরে আলোচনা করা হয়েছে এবং আগামীতেও হবে ইনশাআল্লাহ।

আশা করি আমাদের সাথে থাকবেন এবং আপনার সুন্দর কোন পরামর্শ থাকলে সেটা অবশ্য্ই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এ।

 

চাকরির বিজ্ঞপ্তিগুলো যেভাবে দেখবেন 

এখানে সাইটটা মূলত গেইম এর জন্য করা হয়েছিল। তবে চাকরির বিজ্ঞাপন গুলো এখানে দেওয়া হয়ে থাকে। সরকারি চাকরির খবর, কম্পানির প্রাইভেট চাকরির খবর এবং অনলাইন চাকরির খবর গুলো কমবেশি এখানে দেওয়া চেষ্টা করা হয়েছে। আশা করবো আপনারা যারা এই দুইটা মানে (ক) চাকরির খবর এবং (খ) গেম নিয়ে কোন তথ্য দরকার হলে এখানে পাবেন।

চাকরির বিজ্ঞাপন গুলো আসলে আমাদের দেশে সাপ্তাহিকভাবে দিয়ে থাকে। আর আপনি প্রতি সপ্তাহের বিজ্ঞাপনগুলো একসাথে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতেও পেয়ে যাবেন। অনলাইনে বিভিন্ন গ্রুপেও অবশ্য নিয়মিত আপডেট দিয়ে থাকে।

আমার এখানে বেছে বেছে কিছু বিজ্ঞাপন আমি দিয়ে থাকি। যদিও সবগুলোর খবর এখানে দেওয়া হয় না। তারপরেও অনেক সময় গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনগুলোই আমি দেওয়ার চেষ্টা করে থাকি।

ভারচুয়্যাল চাকরির বিজ্ঞপ্তি গুলো দেখার জন্য ক্লিক করুন এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে আমি ক্যাটাগোরির লিংক দিয়ে রেখেছি। এছাড়াও আপনি গুগলে সার্চ করেও দেখে নিতে পারবেন।

 

সাপ্তাহিক চাকরির পত্রিকা যেভাবে পাবেন 

আমাদের দেশে যারা পেপার বিক্রি কারে তাদেরকে বলে রাখলেও আপনি নিতে পারবেন আবার আপনি যদি প্রতি শুক্রবার বলে রাখেন তাহলে তারাই আপনাকে বাসায় দিয়ে যাবে এই পত্রিকাগুলো।

NKR Blogging আসলে গুরুত্বপূর্ণ নিউজগুলো দিয়ে থাকে এবং আপনি এখানে বড় বড় চাকরির খবরগুলো পেয়ে যাবেন প্রতি সপ্তাহ শেষে। আশার করবো আপনি আমাদের থেকেও নিতে পারবেন এই পত্রিকারগুলোর পিডিএফ কপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *