Bangladesh Bank এ চাকরি পদসংখ্যা ৫০৮৬ জন

বিজ্ঞপ্তি নং ১৮৪/২০২১ এখানে বিভিন্ন ব্যাংকে যুক্ত হয়ে মোট Bangladesh Bank বা বাংলাদেশ ব্যাংক ৫০৮৬ জনকে নিয়োগ দেবে। এখানে সোনালী ব্যাংক লি. ১৪৩টি, জনতা ব্যাংক মোট ১৯৭টি, রূপালি ব্যাংক লি. মোট ৬৮টি,

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. মোট ৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক মোট ৫৩৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মোট ২২টি, প্রবাসী কল্যাণ ব্যাংক মোট ৬২টি, কর্মসংস্থান ব্যাংক মোট ৭টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশান অব বাংলাদেশ মোট ২৭টি নিয়োগ দেবে।

Bangladesh Bank
ব্যাংকগুলো মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি হয়ে থাকে। আর আামদের দেশে মোট সরকারি ব্যাংকের সংখ্যা প্রায় ৬টি। এবং মোট বেসরকারি ব্যাংক আছে ৪৩টি।

বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশে মোট ৬টি সরকারি ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকেই বেশি নিয়োগ দিয়ে রাখছে নিযোগ বিজ্ঞপ্তিটিতে। এখানে আমাদেরকে অবশ্যই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আবেদন করতে হবে।

মোট পদসংখ্যা কত জন

উপরের কথাগুলো থেকেই বুঝতে পারছেন মোট ৫০৮৬ জন কে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এখানে

সিনিয়র অফিসার (জেনারেল) = ১০৬৯ জন (Job ID No. 10146)

অফিসার (জেনারেল) = ১৭৬৩ জন (Job ID No. 10147)

অফিসার (ক্যাশ) = ১৭২০ জন (Job ID No. 10148)

সিনিয়র অফিসার (আইটি) = ২২২ জন (Job ID No. 10149)

অফিসার (আরসি) = ৩১২ জন (Job ID No. 10150)

 

Bangladesh Bank বা বাংলাদেশ ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

আমি নিচে পিকচার আকারে শুধুমাত্র কোন সেকশানে কতজন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে দিচ্ছি। আশা করবো সবাই বুঝতে পারবেন এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Bangladesh Bank
এখানে মোট কতজনকে নিয়োগ দেবে এবং কোন কোন বিভাগে নিয়োগ দেবে। আর তাদের শিক্ষাগত যোগ্যতা কত সেসব বিষয়েগুলো বিস্তারিত দেওয়া হয়েছে। আশা করি বাংলাদেশ ব্যাংকের এই বিজ্ঞপ্তিটি সবারই বুঝে আসবে।

উপরের পিকচারটি পেপার থেকে নেওয়া হয়েছে। আমি পিকচার উঠিয়ে এখানে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা = https://erecruitment.bb.org.bd/

 

কি কি যোগ্যতা থাকতে হবে

সকল সরকারি চাকরি বা Government Job এর নিয়ম কিছুটা প্রায় একই ধরনের হয়ে থাকে। এখানে ৪ বছরের অনার্স পাশ থাকতে হবে। বা এর সমমান যোগ্যতা থাকতে হবে। প্রথম বিভাগে পাশ থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ফলাফল ভালো থাকতে হবে।

 

আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময়

আমি নিচে আবেদন করার শুরু ও শেষ হবে সেই তারিখ জানিয়ে দিচ্ছি। এখানে জেনে রাখা অনেক বেশি জরুরী এবং আমাদেরকে এই সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে অবশ্যই।

সিনিয়র অফিসার (জেনারেল) পদের ক্ষেত্রে = ১৬ই জানুয়ারি ২০২২ সাল সময় রাত ১১.৫৯ টা।

অফিসার (জেনারেল) পদের ক্ষেত্রে = ২৪ ই জানুয়ারি ২০২২ সাল এবং সময় রাত ১১টা ৫৯ মিনিট।

অফিসার (ক্যাশ) পদের ক্ষেত্রে = ৩০ ই জানুয়ারি ২০২২ সাল এবং সময় রাত ১১টা ৫৯ মিনিট।

সিনিয়র অফিসার (আইটি) পদের ক্ষেত্রে = ৩০ ই জানুয়ারি ২০২২ সাল এবং সময় রাত ১১টা ৫৯ মিনিট।

অফিসার (আরসি) পদের ক্ষেত্রে = ২৪ ই জানুয়ারি ২০২২ সাল এবং সময় রাত ১১টা ৫৯ মিনিট।

আরো পড়ুন >> ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি জানুন

 

আবেদন করার পদ্ধতি কি

আবেদন করার জন্য আপনাকে Bangladesh Bank বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে আপনাকে আপনার সিভি লিখতে হবে আগে তারপর আপনাকে একটা আইডি দেবে বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট। তারপর আপনি আবদেন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া বুঝতে না পারলে অবশ্যই আপনি ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন। আসলে আমাদের কোন সমস্যা হলে সেটা প্রথমে গুগলে এবং তারপরে আপনাকে অবশ্যই ইউটিউবে দেখে নিতে হবে সঠিকভাবে করার জন্য।

 

Verify Payment এবং Tracking Page সংগ্রহ করবেন যেভাবে

Bangladesh Bank বা বাংলাদেশ ব্যাংকে সরকারি চাকরির আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট ভেরিফাই করে নিতে হবে। এবং ট্রাকিং পেজ থেকে সেটা সংগ্রহ করতে হবে। একেক বিভাগের জন্য ট্রাকিং পেজ ও ভেরিফাই পেমেন্ট সিস্টেম একেক রকম। নিচে আমি তারিখ ও সময় উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি এই দুইটা বিষয়।

(ক) সিনিয়র অফিসার পদের জন্য = ১৯ ই জানুয়ারি ২০২২ সাল রাত ১১টা ৫৯ মিনিট। (শেষ সময় এর পরে আর দেওয়া হবে না)

(খ) অফিসার পদের জন্য = ২০ ই জানুয়ারি ২০২২ সাল রাত ১১ টা বেজে ৫৯ মিনিট।

(গ) সিনিয়র অফিসার (আইটি) পদের জন্য = ৩০ ই জানুয়ারি ২০২২ সাল, রাত ১১ টা বেজে ৫৯ মিনিট।

(ঘ) অফিসার (আরসি) পদের জন্য = ২৬ ই জানুয়ারি ২০২২ সাল, রাত ১১ টা বেজে ৫৯ মিনিট।

 

উপসংহার

Bangladesh Bank বা বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন পরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আশা করবো সবাই বিষয়টা বা বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখে আবেদন করবেন।

তথ্যসূত্রঃ- PPBD News.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *