Additional District কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
Additional District মানে হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর কার্যালয়। এখানে প্রতি বছরই কোন না কোন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। এই সেক্টরে অবশ্যই সকল জেলায় এক সাথে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে।
Table of Contents
Additional District Judge’s Office Job Circular | অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তিটি গত ২২ ই নভেম্বর তারিখে প্রকাশি হয়েছে। নিচের পিকচারটিতে সব কিছুই দেখতে পাবেন আশা করি।
উপরের আবেদন বা নিয়োেগ দেখলেই বুঝবেন যে, এখানে গত নভেম্বরের ২২ তারিখ আবেদন পত্রটি চাড়া হযেছে। আর একানে মোট ১জন গাড়ি চালক নিযোগ করা হবে।
যদি পোস্ট ও সংখ্যা অনেক কম তারপরেও নিয়োগ টা তো সবারই জেনে রাখা উচিত। পরেও আরও নিয়োগ দেবে তবে আগের নিয়োগ গুলো আপডেট থাকলে সুবিধা হবে বিধায় দেওয়া।
আবেদন শুরু ও শেষ হওয়ার সময়
আবেদন পত্রটি আগামী ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত খোলা থাকবে। মানে আপনি আগামী ২ ই ডিসেম্বর বিকেল ৫ ঘটিকার মধ্যেই আবেদন করতে পারবেন। যদিও সময় কম তারপরেও এসব নিয়োগে সংখ্যায় কম হলে এভাবেই নিয়োগ দেওয়া হয়।
কিভাবে আবেদন করতে হবে
উপরের আবেদন টি আগামী ২ তারিখের মধ্যেই পাঠাতে হবে। সেটাও আবার ডাক ডোগে অথবা নিজে গিয়ে দিয়ে আসতে হবে। তবে আবেদন করার সময় অবশ্যই আপনাকে নিচের কাগজগুলো রাখতে হবে।
(খ) সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
(গ) জন্ম নিবন্ধন এর ফটোকপি লাগবে।
(ঘ) ভোটার আইডি কার্ডের ছবিও লাগবে।
(ঙ) চেয়ার অফিস থেকে পরিচয় পত্র নিয়ে দিতে হবে।
(চ) একাডেমিক সকল সনদপত্র এর সত্যায়িত কপি লাগবে।
(ছ) যদি কোন কোটা থাকে তাহলে সেটাও দিতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি হয়ে থাকেন তাহলে আপনি এই কোটার সুবিধাটা পাবেন।
কত জন লোক নিবে এখানে
অতিরিক্ত জেলা ও দায়রা জজ কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি টিতে মাত্র ১জন লোক নিয়োগ করার কথা বলা হযেছে। তবে সার্বিক মানে সকল জেলা হিসেবে দেখলে অনেক জন হবে আশা করছি।
যদিও জেলা ভিত্তিকভাবে আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। আর এখানে মাঝে মাঝেই এই ধরনের লোকগুলো নিয়োগ দেওয়া হয়ে থাকে।
আবেদন পত্রটির মেয়াদ সংক্রান্ত বিষয়
অতিরিক্ত জেলার ও দায়রা কার্যালয়টিতে আগামীতে যেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হযেছে সেখানে আগমী ডিসেম্বরের ২ তারিখের মধ্যেই ডাকযোগে পাঠানোর কথা বলা হয়েছে।
যদিও আবেদন পত্রটির জন্য সময় অনেক কম হয়ে গিয়েছে। ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মাত্র ১০ দিন। আর এই সামান্য কয়দিনের মধ্যেই পাঠাতে হবে আবেদন পত্রটি। Additional District পদে আবেদন করার জন্য হয়তো বেশি আবেদন করা হবে না বিধায় অনলাইন করা হয় নাই।
Additional District এর যে কোন ধরনের নিয়োগ অবশ্যই ওয়েবসাইটেই পাওয়া যায়।