44th BCS সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি মোট ১৭১০ জন

৪৪তম বিসিএস বা 44th BCS আবেদন নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪৩তম বিসিএস ছিল স্পেশাল বিসিএস যেখানে ডাক্তার নেওয়া হয়েছিল। বর্তমানে ১৭১০টি পদসংখ্যার প্রকাশিত।

 

44th BCS
সাম্প্রতি ৪৪ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ হয়েছে। আর নিয়োগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক। তাই যে সকল প্রার্থী এতদিন ধরে অপেক্ষা করছিলেন এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য। আজ তাদের অপেক্ষার অবসান ঘটেছে। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখনও অনেকে বিস্তারিত জানেন না। আর তাদেরকে জানানোর জন্য আমরা হাজির হয়েছি। আমরা আপনাদেরকে 44th BCS Circular 2021 সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা।

 

44th BCS সরকারী চাকরির নিয়গ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-

১. সহকারী কমিশনার

এই পদের ক্যাডারের নাম বিসিএস (প্রশাসন)। আর ক্যাডার পদের কোড সংখ্যা ১১০ ও শূন্য পদের সংখ্যা ২৫০। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি পরীক্ষাপাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি।

তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না্

 

২. সহকারী সচিব

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)। আর ক্যাডার পদের কোড হলো ১১৫ ও শূন্য পদের সংখ্যা হলো ১০। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের যেই শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলোই।

 

৩. সহকারী পুলিশ সুপার

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (পুলিশ)। আর ক্যাডার পদের কোড হলো ১১৭ ও শূন্য পদের সংখ্যা হলো ৫০। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের সবগুলো।

 

৪. সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ড্যান্ট/ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (আনসার)। আর আর ক্যাডার পদের কোড হলো ১১৮ ও শূন্য পদের সংখ্যা হলো ১৪। শিক্ষ্যাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের সবগুলো।

 

৫. সহকারী মহা-হিসাবরক্ষক

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (নিরীক্ষা ও হিসাব)। আর ক্যাডার পদের কোড সংখ্যা হলো ১১২ ও শূন্য পদের সংখ্যা হলো ৩০। আর শিক্ষ্যাগত যোগ্যথা হলো উপরের পদের সবগুলো।

 

৬. সহকারী কর কমিশনার

এই পদে ক্যাডারের নাম হলো বিসিএস (কর)। আর ক্যাডার পদের কোড ১১৪ ও শূন্য পদের সংখ্যা ১১। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের সবগুলো।

 

৭. সহকারী নিবন্ধক

44th BCS এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (সমবায়)। আর ক্যাডার পদের কোড হলো ১১৯ এবং শূন্য পদের সংখ্যা হলো ০৮। আর শিক্ষাগত যোগ্যতা হলো উপরের পদের সবগুলো।

 

৮. সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)। আর ক্যাডার পদের কোজ হলো ১২৫ এবং শূন্য পদের সংখ্যা হলো ৭। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের সবগুলো।

 

৯. সহকারী পরিচালক,তথ্য অফিসার,গবেষণা কর্মকর্তা, সমমানের পদ/ সহকারী পরিচালক/ সহকারী বার্তা নিয়ন্ত্রক

এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস তথ্য। আর ক্যাডার পদের কোড হলো ১২১, ১২২, ১২৩ এবং শূন্য পদের সংখ্যা হলো ১, ৭, ২। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উপরের পদের সবগুলো।

 

১০. সহকারী পোস্টমাস্টার জেনারেল/ সমামানের পদ

44th BCS এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (ডাক)। আর ক্যাডার পদের কোড হলো ১১৬ এবং শূন্য পদের সংখ্যা হলো ২৩। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচ.এস.সি পরীক্ষা পাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।

 

১১. সহকারী নিয়ন্ত্রক/ সমমানের পদ

44th BCS এই পদের ক্যাডারের নাম হলো বিসিএস (বাণিজ্য)। আর ক্যাডার পদের কোড হলো ১২০ এবং শূন্য পদের সংখ্যা ০৬। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাসের চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।

 

শেষ কথা বা উপসংহার জেনে নিন

এই হলো আমাদের আজকের চাকরি 44th BCS এর নিয়গ বিজ্ঞপ্তির খবর সম্পর্কে প্রতিবেদন। আশা করি আপনি এই প্রতিবেদন থেকে অনেক উপকৃত হয়েছেন। আপনার যদি এই পদে চাকরির জন্য উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে এখণ থেকেই আবেদন করতে পারেন।

আশা করি আপনি এই চাকরিটা পেয়ে যাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর নিয়োমিত চাকরির খবর পেতে হলে আমাদের এই ওয়েব সাইটের সাথেই সবসময় থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *