সরকারী চাকরি করার পাঁচটি সুবিধা সমূহ জানুন
সরকারী চাকরি করারটা সবার ভাগ্যে হয় না। আর এজন্য হাজারো শিক্ষিত ছাত্রছাত্রী প্রতিবছর পরিক্ষা দিয়েও সরকারী জব পায় না। তারপরেও তারা প্রতিনিয়ত সরকারী জবের জন্য পরিক্ষা দিয়ে যাচ্ছে।
Table of Contents
কারণ তারা জানে যদি একবার সরকারী জব পেয়ে যায় তাহলে এই ধাকরির মতো সুবিধা অন্য কোনো চাকরিতে পাওয়া যায় না। তাই এতো কষ্ট করে, এতো সময় ব্যায় করে, সরকারী চাকরির খোজে তারা ছুটে চলে।
সরকারী জব করার পাঁচটি সুবিধা সমূহ জানুন
আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমি গর্ভমেন্ট জবের কয়েকটি সুবিধা গুলো তুলে ধরার চেষ্টা করবো। সরকারী জবের সুবিধাগুলো জানতে হলে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সুবিধাগুলো হলোঃ-
১. যাতায়াত সুবিধা।
২. বোনাসের সুবিধা।
৩. পেনশন সুবিধা।
৪. নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া যায়।
১. যাতায়াত করার সুবিধা
দেশের মধ্যে যে কোন জায়গায় যাতায়াত করার জন সরকারি কর্মচারীদের আলাদা সুব্যবস্থা রয়েছে। তবে হ্যা সব ক্ষেত্রে নয় বিষয়টা। আমার জানা মতে অনেক ক্ষেত্রেই সরকারী কর্মচারীটা সেই প্রতিষ্ঠানের গাড়িতে করে যাতায়াত করে থাকে। আসলে ক্ষেত্র বিশেষ করে হয়তো আলাদা হয়ে থাকতে পারে। যেমন,
(ক) সোনালী ব্যাংক সরকারী কর্মকর্তা আছে যারা তারা নিজেস্ব পরিবহন ব্যবস্থায় যাতায়াত করে থাকেন। যদিও সরকারী চাকরির এইটা একটা অনেক বড় সুবিধা আমার মতে। এখানে একজন কর্মচারী নিরাপদে যেন যাতায়াত করতে পারে সেই বিষয়টার প্রতি নজর দেওয়া থাকে।
(খ) সেবামূলক সরকারী চাকরী করা কর্মকর্তাগুলো সব ধরনের সরকারী প্রতিষ্ঠানের ই একই সুবিধা দিয়ে থাকে। তারা সরকারী পরিবহন ব্যবস্থাতেই যাতায়াত করে থাকে সাধারণত।
দেশের সকল সরকারী কর্মরত মানুষদের ১০ নম্বার থেকে ১৬ নম্বর গ্রেডে তাদের যাতায়াতের ক্ষেত্রে প্রতি মাসে ৩৬০ টাকা সুপারিশ দেওয়া হয়। এটি আসলেও অনেক বড় ধরনের একটি সুবিধা।
২. বেতন নিয়ে কোনো চিন্তা করতে হয় না
৩. সমৃদ্ধ সোপার স্থাপন
৪. অবসর নেওয়ার পরও বেতন পাওয়া যায়
৫. অধিক ছুটি পাওয়া যায়
৪. নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া যায়।
এই হলো গর্ভমেন্ট জব করার কয়েকটি সুবিধা। উপরের এই কয়েকটি সুবিধা ছাড়াও আরো অনেক ধরনের সুবিধা পাওয়া যায় সরকারী জব করার। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো খুব বেশি কাজ করার প্রয়োজন হয় না সরকারী জবে।
আরো পড়ুন >> সরকারী চাকরি করার পাঁচটি অসুবিধা জানুন
২. বোনাসের সুবিধা
Government Employ বা সরকারি কর্মকর্তা যারা তারা অন্যান্য কর্মকর্তা বিশেষ করে কম্পানির চাকরি করেন যারা তাদের থেকে বেশি দ্রুত বোনাস এবং বেশি বোনাস পেয়ে থাকেন। আসলে আমরা অনেক সময় Government Employ বা সরকারি কর্মকর্তা দের কে মনে করি তারা হয়তো চাকরি শেষে পেনশানের একটা সুবিধাই পেয়ে থাকেন।
আসলে বিষয়টা তেমন নয়। Government Employ বা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা পেনশান সুবিধাসহ আরও অনেক ধরনের সুবিধা পেয়ে থাকেন। তাদের মধ্যে অন্যতম সুবিধা হলো, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদের চিকিৎসার ব্যবস্তা করা সহজ হয় এবং আরও অনেক সুবিধা পেয়ে থাকেন।
Government Jobs এ যতটুকু বোনাস সুবিধা পাওয়া যায় অন্যান্য চাকরিতে তেমন সুবিধা পাবেন না। আর এই কারণেও অনেকেই এই চাকরিতে আগ্রহী হয়ে থাকে।
(ক) রোযার বা ঈদ-উল-ফিতরের বোনাস।
(খ) ঈদ-উল-আযহা এর বোনাস।
(গ) বিভিন্ন উৎসবের জন্য বোনাস।
(ঘ) বর্তমানে চাকরির উপরেও এক্সট্রা সুবিধা বা বোনাস।
আসলে বোনাস তো কমবেশি পায় তবে নিয়মিত বেতন বাড়তিসহ আরও কিছু সুবিধা Government Job এ পাওয়া যায়। অনেক সময় আমরা কম্পানির চাকরিগুলোকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি তবে বর্তমানে Government Job এর সুযোগ-সুবিধাটা অনেকটাই বেশি বলা যায়। আমাদের মধ্যেই আছেন এই বিষয়গুলো তেমন একটা জানে না।
৩. পেনশন সুবিধা
পেনশন বলতে আমরা কি বুঝি ? আসলে আপনি যদি বেতন নিযে যান তাহলে সেই টাকা কখনই ব্যাংকে রাখতে পারবেন না। কোন না কোন জরুরী প্রয়োজনে সেটা খরচ হয়ে যাবে।
আর পেনশান বলতে আপনি যা বেতন পাবেন তার একটা অংশ সরকারী ব্যাংকগুলোতে জমা থাকে। আর এই জমা থাকা টাকাগুলো আপনি যখন চাকরী শেষ করবেন তখন আপনাকে দিয়ে দেবে।
পেনশান আমরা অনেকেই মনে করে থাকি যে, এটা মেবি সরকারি নিজের ফান্ড থেকে দিয়ে থাকে। আসলে এই ধারণাটা আমাদের ভূল। আমাদের প্রতি মাসের বেতন থেকেই এই টাকা জমানো হয়ে থাকে। এটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয়ে থাকে।
সরকারী চাকরি এর সবগুলোতেই এই ধরনের সুবিধা রয়েছে। বর্তমানে এসব বিভিন্ন সুবিধার কারণেই বেকাররা সরকারি চাকরির প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে থাকেন। অনেকেই সরকারি চাকরি ছাড়া আবার মেয়েদেরকে বিয়েও দিতে চান না। সব মিলেই বর্তমানে সরকারী চাকরি এর দাম অনেক বেশি হয়ে গিয়েছে।
৪. নির্দিষ্ট সময়ে বেতন পাওয়া যায়
কোন কম্পানিই সঠিক সময়ে বেতন দেয় না। সব কম্পানি বিভিন্ন অযুহাতে অনেক দেরিতে অনেক সময় দুই মাসের টাকা একাসাথে দিয়ে কাজ করাই। এটা আসলে আমাদের অনেকেই জানা বিষয়।
আমি গত নভেম্বরে দেখেছিলাম Government Job করা একজন ব্যক্তি যত সহজে লোন থেকে টাকা নিয়ে অনেক ভালো ভালো কাজ করতে। এটা আসলে একটা রুলস বা নিয়ম। এখানে আপনি ট্রেন্ড অনুসারে যদি কাজ করতে পারেন তাহলে অনেকটাই ভালে।
কোন কোন সময় কম্পানির বেতন দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। আর অনেক কম্পানি তো আছে এমন যেখানে আপনি এক মাসের বেতন পাবেন আরেক মাসে গিয়ে। আর এই কারণেই বর্তমানে অনেকেই আছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন।
ব্যাংকের চাকরির ক্ষেত্রেও তারা সবার আগে বেতন পায় তবে বেশির ভাগ সরকারি চাকরিজিবীরাই মাসের প্রথম সপ্তাহেই বেতন পান। আর এই সুবিধার জন্য অনেকেই আছেন যারা সরকারি চাকরির প্রতি অনেক আগ্রহী।
৫. সম্মান পাওয়া যায় অপেক্ষাকৃত বেশি
যদিও বর্তমানে আস্তে আস্তে এই বিষয়টা অনেক বেশি পরিবর্তন হচ্ছে তারপরেও বর্তমানে অনেক বেশি সম্মান পাওয়ার জন্য অনেকেই এই Government Job এর বিষয়টা মাথায় রাখেন।
আমরা Government Job কে এমন একটা পর্যায়ে নিযে গিযেছি যেখানে আমরা অনেক বেশি সম্মানের আশা করে বসে থাকি এই চাকরিটাকে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের মূল্যবান সময়টুকু এই চাকরির পেছনে ব্যয় করে থাকেন।
আমাদের দেশে তো সরকারি চাকরিজীবিদেরকে অনেক বেশি সম্মান দেওয়া হয়। অনেক সময় দেখা যায় বিয়ের জন্য সরকারি চাকরি জীবিরা অনেক বেশি এগিয়ে থাকে। তাদের বয়স তখন কোন ইস্যু হয় না।
সরকারী চাকরি বা (Government Job) পাওয়া মানেই যে সব কিছু নয় বিষয়টা এখনও আমাদের দেশের মানুষের মধ্যে সেভাবে নেই। শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সময়েও সবাই চিন্তা করে পড়াশোনা শেষ করে একটা চাকরি যেন পাওয়া যায়।
নিচে এই উপরের এই ভিষয় গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো-
আসলে আমরা অনেক সময় অনেক কাজ করলেও সেটা সুবিধা বা অসুবিধাগুলো না জেনেই সেই বিষয় কাজ নিয়ে শরু করে ফেলি। এটা আসলে ঠিক নয়। এখানে আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপর সেই অনুসারে কাজ করতে হবে।
উপসংহার
গর্ভমেন্ট জব করার মতো সুবিধা অন্য কোনো চাকরিতে পাওয়া যাবে না। আর জন্যই প্রতিটি মানুষ সরকারী চাকরির প্রতি এতো গুরুত্ব নেয়। আসলে এই চাকরি পেতে হলে ভাগ্য লাগে।
আশা করি সরকারী জবের কয়েকটি সুবিধা সম্পর্কে আপনি কিছুটা ধারণা পেয়েছেন। আপনি যদি চিন্তা করে থাকে যে আপনি গর্ভমেন্ট জব করবেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
আর গর্ভমেন্ট জব সহ বিভিন্ন ধরনের চাকরির খবর পেতে হলে আমাদের এই ওয়েবসাইটের সাথেই সবসময় থাকবেন। আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এই আর্টিকেলের জন্য ব্যবহৃত ট্যাগসমূহ
চাকরির খবর। চাকরির খবর পত্রিকা। চাকরির খবর পত্রিকা আজকের। চাকরির খবর সেনাবাহিনী। প্রথম আলো চাকরির খবর সেনাবাহিনী। চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২০২২। ২০২২ সালের জানুয়ারী মাসের সেরা চাকরির খবর এখানে।
govt job circular.
Source: Online Collected From https://bdgovtjob.net/
https://bdgovtjobs.com/
https://www.bdjobscareers.com/government-job/
https://ejobscircular.com/government-jobs-circular/
https://chakrirkhobor.net/category/govt-jobs/
http://www.bangladesh.gov.bd/site/view/job/all