বর্তমানে ভালো সরকারি চাকরি পাওয়ার ৫টি উপায়

চাকরির লিস্ট এর মধ্যে সবচেয়ে বেশি মূল্যায় করা হয়ে থাকে সরকারি চাকরি কে। আর বর্তমানে সরকারি চাকরির জন্য আমাদেরকে অনেক বেশি পড়াশোনা ও যোগ্যতা অর্জন করতে হয়।

সরকারি চাকরি
কর কমিশনারের কার্যালয়-কর অঞ্চল-৮ ঢাকার অধীন একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ কর কমিশনারের কার্যালয়-কর অঞ্চল-৮ ঢাকার অধীন একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ, tax8.teletalk.com.bd apply, taxeszone8dhaka.gov.bd job circular 2021, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৮ ঢাকা সম্প্রতি লোকবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

 

সরকারি চাকরি বলতে আমরা কি বুঝি ?

সরকার কর্তৃক পরিচালিত চাকরিগুলোই মূলত সরকারি চাকরি।

ভালো চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে চাকরির জন্য প্রস্ততি নিতে হবে। কারণ প্রস্ততি ছাড়া ভালো চাকরি পাওয়া যায়না।

এছাড়াও উন্নতি চাকরি করতে হলে শিক্ষার ও অভিজ্ঞতার কোনো বিকল্প নেয়। অভিজ্ঞতা ছড়া কোনো কম্পানি আপনাকে নিতে চাবে না। 

আমাদের ভেতরে অনেকেই উন্নত মানের চাকরি করি, আবার কেউ কেউ ভালো চাকরির জণ্য সহজ উপায় কি তা খুঁজতে থাকে।

কিন্তু বর্তমান বাস্তবতা ভিন্ন। আপনার যোগ্যতা না থাকলে যতই সহজ উপায় খুজেন নাকে চাকরি পাবেন না।

এজন্য এখন থেকেই আপনাকে ভালো চাকরি পাওয়া জন্য নিজের গড়ে তুলতে হবে। তাই আজকের এই প্রতিবেদনটির মূল বিষয় হলো উন্নত চাকরি পাওয়ার ৫টি সহজ উপায়।

 

৫টি বিষয় সম্পর্কে বিস্তারিত জানুন

আজকের আর্টিকেলে আমি সরকারি চাকরি কিভাবে এবং যেই ৫টি বিষয় মাথায় রাখলে সহজেই পাওয়া যাবে সেগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি সবার উপকারে আসবে আর্টিকেলটি।

এখানে প্রতিটি বিষয় নিজের ও নিজেদের ক্ষেত্রে এপ্লাই করা। তবে আপনি এর থেকেও আরও বেশি বিষয় জেনে নিয়ে কাজ করতে পারবেন।

 

১. ভাল মানের প্রতিষ্ঠান দেখুন

উন্নত চাকরি করতে হলে আপনাকে সর্বপ্রথকেই ভালো মানের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন করতে হবে। জনপ্রিয় প্রতিষ্ঠান গুলো থেকে ভালো করে প্রশিক্ষন গ্রহন করুন। এটি আপনার জন্য উপকারে আসবে। 

সরকারি বা বেসরকারি অফিসে বাড়িতে বসে প্রস্ততি নিয়েই চাকরি পাওয়া যায় ।

কিন্তু একটি নির্দষ্ট প্রতিষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে নির্দিষ্ট পদ্ধতিতে প্রশিক্ষণ নিলে তা আরও ভালো।

প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়ার মতো প্যানেল, তারা জানেন উপযুক্ত পদ্ধতি। সেখানে নির্দিষ্ট সময়ে পরিক্ষাও নেওয়া হয়, যেটা আপনার ভালো চাকরি পেতে সাযায্য করবে।  

 

২. ভালো সিভি তৈরি করুন

টপ অফিসগুলোতে চাকরি করতে হলে আপনার ভালো সিভি তৈরি করুন।

সিভিতে আপনার নিজের সম্পর্কে যতটা পারেন লিখবেন। আপমার মতে সিভি যতটা সংক্ষেপে লিখতে পারেন ততই ভলো।

কারণ যেকেউ পড়ে যেনো বিরক্তি অনুভব না করে। 

এছাড়াও বর্তমানে করপোরের্ট অফিসগুলো এক্সটা কারিকুলার এক্টিভিটিস এর উপর অধিক গুরুত্ব দেওয়া হয়।

সিভিতে যাতটা বেশি সহজ শিক্ষার কর্যক্রমের কথা উল্লেখ করতে পারবেন চাকরিতে ডাক পাওয়ার সম্ভবনা ততই বেশি থকবে।

অবশ্যই সিভি সঠিক পদ্ধতিতে লিখবেন আর যতটা পারবেন প্রফেশনালি করুন। যার ফলে আপনার ভালো চাকরি পাওয়া সম্ভবনা থাকবে। 

 

৩. যথেষ্ট সময় দিন

চাকরি যেহেতু খুবই কাঙ্খিত একটি ক্ষেত্র, তাই এখানে প্রতিযোগিতা অনেক। আর এই প্রতিযোগীতা থেকেই আপনাকে চাকরিটা পেতে হবে।

তাই তার জন্য ভালো মানের একটা প্রস্ততি দরকার। নিজেকে সময় দিতে হবে আর কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

রুটিন করে নিয়মিত পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাই ভালো চাকরি পাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। 

 

৪. সেচ্ছাসেবক

ভালো চাকরি পাওয়া একটি মাধ্যম হলো সামাজীক উন্নায়ন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করা।

যার ফলে অনেক গুণী মানুষের সাথে পরিচয় হতে পারে। এমন অনেকে আপনাকে চিনবে যারা উন্নত প্রতিষ্ঠানে উচ্চপদে করর্মত।

ফলে যখন তাদের কর্মীর দরকার হবে তখন তারাই হয়তো আপনার সাথে যোগযোগ করবে। 

 

৫. নেটওয়ার্কিং

মনে করুন কোনো এক পদে কিছু কর্মীর প্রয়োজন হলো।

অল্প কয়েকটি পদের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পার্থিদের লিখিত ও মৌখিক পরিক্ষা দেওয়া অনেক সময় চাকরিদাতাদের হাসশোকর হয়ে দাড়ায়।

আশেপাশের পরিচিত কারো মধ্যেও যদি থাকে তাহলেও মন্দ হয় না, কি দরকার এতো ঝামেলার।

কম্পানির মালিকেরাই এগুলো ভাবে, এতে দোষ এর কিছুই নেই। আর এজন্য কম্পানির মালিকের অনেক কৌশল ব্যবহার করে থাকে।

আপনার পরিচিত কারো কাছে থাকতে পারে আপনার কম্পনির সেরা কর্মী বা সিনিয়ার এক্সজিকিউটিউবরা।

আধুনিক ভাষায় একে বলা হয় নেটওয়াকিং।

চাকরির বাজারে ভালো অবস্থান ধরে রাখতে অবশ্যই আপনাকে গড়ে তুলতে হবে একটি শক্তিশালি নেটওয়ার্কিং। 

 

শেষ কথা সরকারি চাকরি নিয়ে জেনে রাখুন

মোটামুটি এই ছিলো আজকের আটিকেল, ভালো চাকরি পাওয়ার কয়েকটি উপায়।

যদি এর বাহিরে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর নিয়েমিতই কোনো ধরনের প্রতিবেদন আপনি পেতে চন সে সম্পর্কে জানাবেন। এতো সময় ধরে মনোযোগ সহকারে এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *