প্রাইভেট কম্পানিতে চাকরির প্রস্তুতি
প্রাইভেট কম্পানিতে চাকরি করা বর্তমানে সহজ একটি কাজ। কিন্তু তার পরেও আপনি যদি প্রাইভেট কম্পানিতে ভালো কোনো পোস্টে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু টিপস এবং ফরমুলা মানতে হবে।
Table of Contents
আজকের এই প্রতিবেদন আমি কিছু উপায় বলে দিবে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই Privet কম্পানিতে ভালো পোস্টে চাকরী পেয়ে যাবেন।
Privet কম্পানিতে চাকরির প্রস্তুর জন্য নিচে কয়েকটি উপায় দেওয়া হলো-
প্রাইভেট কম্পানিতে চাকরি একটু বেশিই পরিশ্রমের অন্যান্য চাকরির থেকে। এ জন্যই হয়তো বেশির ভাগ মানুষ সরকারি চাকরির চাইতে প্রাইভেট চাকরির প্রতি অনিহা প্রকাশ করে থাকে।
কিছু বিষয় তো আছেই যার কারণে আমাদেরকে প্রাইভেট চাকরি করতে হবে। আসলে সরকারি চাকরি খবর সবাই জানলেও এখানে সবাই চাকরি করা সম্ভব না। তাই অনেকেই সরকারি চাকরির চাইতে প্রাইভেট চাকরিকে বেশি মূল্যায়ন করে থাকে।
যেই চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে
সরকারি চাকরি হোক আর প্রাইভেট কম্পানিতে চাকরি হোক যে কোন চাকরিতে অবশ্যই নিচের চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আসলে চাকরি শব্দটারই অনেক দাম আর এই চাকরি শব্দটার জন্য আমাদেরকে অনেক বেশিই পরিশ্রম করতে হয়।
কখনও ভালো ফলাফল আবার কখনও নিজের আবাসস্থল কে পরিবর্তন করতে হয়। যাইহোক আমি নিচে চারটি বিষয় উল্লেখ করার চেষ্টা করছি, আশা করবো পয়েনটগুলো দেখলেই সবাই বুঝতে পারবেন।
১. ভালো জীবনবৃতান্ত সিভি তৈরি করুন
শুধু সরকারী নয় যে কোনো চাকরির জন্য যেটি প্রথমেই লাগবেই সেটি হলো সিভি। অবশ্যই নিজের সৌন্দর্যপূর্ণ জীবনবৃতান্ত সিভি তৈরি করে রাখুন। এটি আপনার যেকোনো চাকরির জন্য লাগবেই।
প্রত্যেকটি চাকরিতেই শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা দেখেই নিয়োগ করা হবে। তাই প্রাইভেট অফিসে চাকরির প্রস্তুতির জন্য প্রথমেই আপনাকে একটি সুন্দর সিভি তৈরি করে রাখুন।
জীবনবৃন্তাত্তকে অনেক সময় আমরা সিভি বলে থাকি। আর একজন ভালো চাকরির পেতে হলে তাকে অবশ্যই ভালো সিভি তৈরি করতে হবে। কারণ ভালো সিভি ছাড়া আপনাকে ভালোমত যাচাই-বাছাই করতে পারাটা কঠিন বিষয়।
২. অনলাইনে চাকরির নিয়োগ প্রক্রিয়া
আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে চাকরির জন্য আবেদন করে থাকেন। কিছু লোককে ফোন বা ই-মেইল এর মাধ্যমে ইন্টারভিউর জন্য ডাকা হয়। আবার অনেকে এমন আছেন যাদের ডাকা হয় না।
যারা কোনো কবর পায় না এর কারণটা তাদের জেনে নেওয়া দরকার। আপনার যখন অনলাইনে আবেদন করে সেভি পাঠান। তখন কম্পানি তাদের এইচআর আপনাদের সিভি দেখে যদি তারে মনে হয় আপনি তাদের অফিসের জন্য গ্রহণ যোগ্য তখনই আপনাকে ইন্টারভিউর জন্য ডেকে নেবে।
আর যদি এমনটা না হয় তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে। এজন্য প্রাইভেট কম্পানিতে চাকরির প্রস্তুতির দ্বিতীয় ধাপ হলো আপনাকে অনলাইনে প্রক্রিয়া না করে সরাসরি কথা বলতে হবে।
অনেক সময় অনলাইনে বিভিন্ন সাইট বা ওয়েব পেজগুলো বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাদের মধ্যে,
1. Alljobsbd.com
2. All jobs
3. BD Jobs
উপরের সাইটগুলো অন্যতম। এই সব সাইটে নিয়মিতই চাকরির বিজ্ঞাপন আসে এবং এখানে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাক্তির জন্যও ভালো অফার আসে। আমাদেরকে বেছে বেছে নিয়ে কাজ করতে হবে।
৩. সবসময় আপডেট থাকুন
যেখানে যেখানে চাকরির জন্যে আবেদন করেছেন সেখানে প্রতিনিয়ত খোঁজ করতে হবে। আপনার ই-মেইল চেক করবেন। এছাড়াও নতুন চাকরির খোজ খবর রাখতে হবে।
এছাড়াও নিজেকে আপডেট রাখা ছাড়াও যেই কম্পানিতে চাকরি করতে চান সেই কম্পানির বিস্তারিত তথ্য জানতে হবে। আশা করি এই বিষয়টি সকলে। বুঝতে পেরেছেন।
৪. ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি রাখুন
প্রাইভেট কম্পানিতে চাকরির প্রস্তুতির শেষ ধাপ হলো ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি রাখুন। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে যাবেন।
যেই কম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন সেই কম্পানরি সম্পর্কে ভালো করে জেনে নেবেন। আপনি যদি কাজ এর জন্য আবেদন করেছেন সেই কাজ সম্পর্কে আপনার ধারণা থাকা প্রোয়োজন। যাতে যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি জানো আপনাকে সিলেক্ট করেন।
উপরের এই কয়েকটি বিষয়ে যদি আপনি সচেতন হন তাহলে প্রাইভেট কম্পানিতে চাকরির জন্য আপনি প্রস্তুতি সঠিক ভাবে নিতে পারবেন। প্রতিবেদনটি ভালো লাগলে সাথেই থাকবেন।
আমাদের শেষ কথা
তো এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে আপনি অনেক উপকৃত হয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে অসখ্য ধন্যবাদ। আর নিয়োমিত চাকরির খবর পেতে হলে আমাদের এই ওয়েব সাইটের সাথেই থাকুন।